প্রযুক্তি ভিত্তিক শিক্ষাব্যবস্থা
যে ব্যবস্থার মাধ্যমে প্রযুক্তিকে ব্যবহার করে বিশেষ প্রয়োজনে বা গতানুগতিক পদ্ধতিতে শিক্ষার সুযোগকে প্রতিফলিত করে বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম দ্বারা শিক্ষা গ্রহণ করা সম্ভব হয়
সেই ব্যবস্থাকে প্রযুক্তি ভিত্তিক শিক্ষাব্যবস্থা
বলা যায়। বর্তমানে এমন একটা সময়ে আমরা আছি,
যখন শিক্ষাব্যবস্থায় অভূতপূর্ব কিছু ধারণা উদ্ঘাটিত হচ্ছে, নতুন নতুন কৌশল তৈরি হচ্ছে।
এসবই হচ্ছে তথ্যপ্রযুক্তির প্রসারের ফলে। গতানুগতিক শিক্ষাব্যবস্থায় যে আমূল পরিবর্তন আসছে , তা এখন আর অস্বীকার করার কোনো উপায় নেই।
এটি সম্ভব হয়েছে আধুনিক প্রযুক্তির সহজলভ্যতার কারণে। ইন্টারনেট এখন শিক্ষক ও শিক্ষার্থীর জন্য বিশ্বকে অবারিত করে দিয়েছে।
যে যেখানে আছে, সেখানে থেকেই পৃথিবীর যেকোনো উৎস থেকে যখন যেখানে যেভাবে ইচ্ছা শিক্ষামূলকতথ্য আহরণকরা সম্ভব হচ্ছে।
উপরোক্ত বিষয়টি চিন্তায় রেখে “এস.এস.সি ও এইচ.এস.সি ” পর্যায়ের পদার্থবিজ্ঞান বিষয়ের অধ্যায়সমূহের মধ্য থেকে বিভিন্ন Topics এর উপর Power Point এর মাধ্যমে বিভিন্ন প্রকার Animation ,
Picture ও Video ইত্যাদি যুক্তকরে Presentation তৈরী করে এই গ্লোবাল ভিলেজে সকল যুগের সকল দেশের বাংলা ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আনন্দময় করে পৌঁছে দেয়ার উদ্দেশ্যে
আমি এই Website টি তৈরী করেছি
। আর Presentation এর Quality বৃদ্ধির জন্য Google Platform এবং YouTube ব্যবহার করে পৃথিবীর বিভিন্ন উন্নত শিক্ষাব্যবস্থা থেকে সাহায্য নিয়ে
Presentation এর Quality বৃদ্ধি করার কাজ অব্যহত রাখবো –ইনশাল্লাহ। যুগ হতে যুগান্তরে এবং কাল হতে কালান্তরে টেকসই করে রাখার জন্যে এই Website এ তা সংরক্ষণ করবো ।
SDG এর ৪র্থ Goal: Quality Education এর লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এই Website এ ধারাবাহিকভাবে কাজ অব্যহত রাখবো।
আমি আশা রাখছি, আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা সারা দুনিয়ার সকল বাংলা ভাষার শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য সামান্যতম হলেও উপকারে আসবে।
যে ভাবে ডাউনলোড করতে হবে
download করার জন্য Nav_bar থেকে নবম শ্রেণি / দশম শ্রেণি / একাদশ শ্রেণি / দ্বাদশ শ্রেণি select করুন। এরপর Dropdownমেনু থেকে কনটেন্ট এর উপর ক্লিক করুন। এবার download folder এ download শুরুহবে । এবার প্রয়োজনমত Edit করে পড়ুন এবং পড়ান।